সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
প্রাচীন প্রথা মেনে পরিবারের মঙ্গল কামনায় চাপড়া ষষ্টি পালিত মালদায়
বিশেষ প্রতিনিধি , মালদা , ১২ সেপ্টেম্বরঃ প্রাচীন প্রথা মেনে পুরাতন মালদার বিভিন্ন এলাকার বাড়ির মহিলারা আজও চাপড়া ষষ্ঠী পুজো ধর্মীয় নিয়ম অনুসারে পালন করে আসছেন। সকালে সংশ্লিষ্ট এলাকার মহানন্দা নদীতে ডুব দিয়ে এবং ভেজা কাপড়ে কোন কথা না বলেই , চাপড়া ষষ্ঠী পুজো দেওয়ার জন্য থালা ভর্তি সামগ্রী নিয়ে স্থানীয় এলাকার মন্দিরে নিবেদন করেন ভক্তরা । এরপরই তারা নিজেদের বাড়ি ফিরে আসেন । বছরের পর বছর এভাবেই চলে আসছে পুরাতন মালদার বিভিন্ন এলাকায় চাপড়া ষষ্ঠী পুজোর প্রথা। রবিবার পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ী বাঁচামারি এলাকার মহানন্দা নদীর ঘাটে আশেপাশে এলাকার অসংখ্য মহিলা ভক্তরা ভিড় করেন । নদীতে স্নান করার পর বিভিন্ন ধরনের ফল পুজোর সামগ্রী নিয়ে এলাকারই মন্দিরে বিভিন্ন দেবদেবীকে নিবেদন করেন। এরপরই সকলেই পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করে বাড়ি ফিরে যান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন