তিনদিনের উত্তরবঙ্গ সফরে মমতা

 

আগামীকাল উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা , কি কি কর্মসূচী আছে সফরে ? 



 কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৩ সেপ্টেম্বরঃ  বিধানসভা নির্বাচনে জয়ের পর প্রথম উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ৫ সেপ্টেম্বর রবিবার উত্তরবঙ্গ সফরে আসবেন মুখ্যমন্ত্রী । উত্তরবঙ্গে ৫ দিনের সফর রয়েছে মুখ্যমন্ত্রীর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে । কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় যাওয়ার কথা রয়েছে তার । সচিবালয়েই উত্তরের ৮ জেলার পুলিশ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জেলার উন্নয়ন , আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি ।মুখ্যমন্ত্রীর সফরের আগে তৎপরতা তুঙ্গে রয়েছে প্রশাসনিক আধিকারিকদের মধ্যে । ইতিমধ্যে উত্তরকন্যাকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে । পাশাপাশি উত্তরকন্যা সংলগ্ন কাঞ্চনবাড়ি ময়দানে আয়োজিত দুয়ারে সরকার শিবির পরিদর্শনেও যাওয়ার কথা রয়েছে তার। ওই বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশীষ প্রামাণিক বলেন, মুখ্যমন্ত্রীর নির্বাচনের পর এই প্রথম উত্তরবঙ্গ সফর । ইতিমধ্যে সেইমতো পদক্ষেপ করা হয়েছে ।

এক নজরে সফর -  রবিবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নামবেন তিনি। তারপর সড়ক পথে আসবেন উত্তরকন্যার "কন্যাশ্রী"তে। সেখানেই টানা থাকবেন তিনি। মুখ্যমন্ত্রী ৬ থেকে ৮ তিন দিন প্রশাসনিক বৈঠক করবেন উত্তরের পাঁচ জেলাকে নিয়ে।

প্রথম দিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন। পরদিন ৭ সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন তিনি। ৮ সেপ্টেম্বর কোচবিহারের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন। পাঁচ জেলার সরকারি প্রকল্প কোথায় দাঁড়িয়ে, তার খোঁজ নেবেন তিনি।

বিশেষ করে "দুয়ারে সরকার" প্রকল্পের খোঁজ নেবেন বলে জানা গিয়েছে। কতজন এখনও পর্যন্ত এই প্রকল্পের সুবিধে নিয়েছেন সেই সব বিষয়েও খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী। প্রতিটি বৈঠকই হবে উত্তরকন্যায়। থাকবেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অনগ্রসর কল্যাণ দফতরের প্রধান সচিব, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রধান সচিবও। থাকবেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক সহ উত্তরবঙ্গের মন্ত্রীরাও।

এই সফরেই মুখ্যমন্ত্রী " সবুজ সাথী" প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ছাত্রীদের সাইকেল বিতরণের সূচনা করবেন। পাশাপাশি পর্যটনের বিকাশে দিঘা, গজলডোবা সহ একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সঙ্গে এসজেডিএ সহ বিভিন্ন জেলার বেশকিছু নতুন প্রকল্পেরও শিলান্যাস ও উদ্বোধনের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

মন্তব্যসমূহ