শিলিগুড়িতে করোনা টিকাকরণ

 

শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস মহিলা সদস্যদের টিকাকরণ 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১৩ সেপ্টেম্বরঃ  শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে ১৭ নং ওয়ার্ডের শিশু উদ্যানে ১৮ বছরের উর্ধ্বে নাগরিকদের করোনা ভাইরাসের টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছে আজ সকালে।কলেজপাড়ার শিশু উদ্দ্যানে আজ সকাল থেকেই শুরু হয়েছে টীকাকরন।মোট দুশো জনকে আপাতত টীকা প্রদান করা হবে বলে জানানো হয়েছে ১৭নং ওয়ার্ড কমিটির পক্ষ থেকে।এদিন সকাল থেকেই এই টীকাকরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিস্থিতির উপর নজর রাখছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব এবং তৃণমূল কংগ্রেসের মহিলা কমিটির সদস্যরা।সকালেই উপস্থিত থেকে টীকা দেন শিলিগুড়ির সতেরো নং ওয়ার্ডের মহিলা সদস্যরা।পরে গৌতম দেব জানান এতদিন ধরে তৃণমূলের সদস্যদের টীকা দেওয়া আটকে ছিলো,আজ কিছুটা হলেও তা সম্ভব হল। তিনি আরো জানান শিলিগুড়ির সকল নাগরিক যাতে টীকা পান সেটা দেখবে রাজ্য সরকার।

মন্তব্যসমূহ