স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপনে এসএসবি'র সাইকেল র‍্যালি

 স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে এসএসবি'র সাইকেল র‍্যালি



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৩ সেপ্টেম্বরঃ  স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে এক সাইকেল র‍্যালির আয়োজন করল রানিডাঙ্গা সশস্ত্র সীমা বল । এদিনের এই সাইকেল রালি সম্পর্কে সরাসরি এসএসবির ডিআইজি- শ্রী কুমার বন্দ্যোপাধ্যায় জানান , এই সাইকেল র‍্যালি প্রথম শুরু হয়েছিল তেজপুর থেকে এবং আজ এসে পৌঁছোল সরাসরি রানীডাঙ্গা এসএসবি ক্যাম্পে । আগামীকাল ভোর পাঁচটা নাগাদ এখান থেকে রওনা দেবে দিল্লির উদ্দেশ্যে আর দিল্লি পৌঁছাবে অক্টোবরের ১ তারিখে । এমনকি ২ তারিখের দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সভাস্থলে পৌঁছে ওনাকে পুষ্পাঞ্জলী দেবে । একই সঙ্গে এস বন্দ্যোপাধ্যায় জানান , তিনি নিজেই মোট ৩৭ কিলোমিটার সাইকেল চালিয়ে এই এসএসবি ক্যাম্পে পৌঁছালেন ।

মন্তব্যসমূহ