আমাদের নিয়মিত সাহিত্য সাধনা
শ্রদ্ধেয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । সাময়িক বিরতির পর এসেছে , "তপন উবাচ" , ফিরলেন আরেক সৃষ্টি ' কাব্যানু ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।
শ্রদ্ধেয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি ।
সাময়িক বিরতির পর এসেছে , "তপন উবাচ" , ফিরলেন আরেক সৃষ্টি ' কাব্যানু ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।
কাব্যানু / ১
তপন উবাচ
চাই একটু আকাশ, সবুজ নিশ্বাস ভরা
কয়েক কাঠার জমিদারি
নির্বিঘ্ন জীবন পেলে
প্রয়োজনে হব তৃণাহারী।
আলোকচিত্র : ডাঃ সিদ্ধার্থ বসু , সুইজারল্যান্ডে তোলা
কাব্যানু / ২
কখনও দুর্বোধ্য লাগে নীলাকাশে মেঘের লিখন
বৃষ্টিকাল কবে শেষ এখনও বলেনি প্রম্পটার
গ্রিনরুমে উসখুস শরতের কুশীলবগণ
মঞ্চ না ছাড়লে বর্ষা তারা তো নাচার ।
আলোকচিত্র : উজ্জয়িনী বন্দ্যোপাধ্যায়
কাব্যানু / ৩
একটি ফুলের আর কতটুকু রং
তার চেয়ে বেশি সুবাস বরং
তাকে নিয়ে যেই করছি সৃজণ
ডালে ডালে ফোটে অনন্ত জীবন।
আলোকচিত্র : আশিস চক্রবর্তী
* সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় বেহালার দিন প্রতিদিন এর পাঠকদের জন্য নিয়ে আসছেন নতুন আর এক সৃষ্টি ' ত্রিমেরিক ' । লক্ষ রাখুন এখানে । *
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন