ডুয়ার্সে ফাঁদে পড়ল বাঘা
এরপর তড়িঘড়ি বনদফতরের কর্মীদের তৎপরতায় চিতাটিকে উদ্ধার করে সোজা পাঠানো হল গরুমারা প্রকৃতি বিক্ষন কেন্দ্র।জানা গেছে বেশ কয়েকদিন থেকেই চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করেই স্থানীয়রা বনদফতরের কাছে খাঁচা পাতার অনুরোধ জানিয়েছিলেন।এরপরেই ছাগলের টোপ দিয়ে ঐ সেকশনে খাঁচা পাতে বনদফতরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড।
শনিবার রাত প্রায় ১১ টা নাগাদ স্থানীয়রা খাঁচায় চিতাবাঘের উপস্থিতি বুঝতে পেরে বনকর্মীদের খবর দেন। এর পর বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌছায় এবং চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।বনদফতরের পক্ষ থেকে জানা গিয়েছে চিতাবাঘটি পূর্ণবয়স্ক ও স্ত্রী চিতাবাঘ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন