ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ , আটক ডাকাত
নিজস্ব সংবাদদাতা , নিউ জলপাইগুড়ি , ১৫ সেপ্টেম্বর ফুলবাড়ী জটিয়াকালি দোকান ঘর এলাকায় ১০ থেকে ১২ জন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় । আর সেই খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশকে দেখে সেই ডাকাত দলটি পালানোর চেষ্টা করে । যদিও সেখান থেকে ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ । তাদের নাম বাপ্পা মল্লিক , সঞ্জিত সাহানি , দীপঙ্কর সরকার , প্রদীপ মল্লিক , মজিদুল ইসলাম । তাদের কাছ থেকে বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার হয় । যেমন ভোজালি , সাবল , হাসুয়া , লোহার রড ইত্যাদি । তবে পুলিশ সূত্রে জানা গেছে তারা ডাকাতির ছক করছিল সেখানে । আজ ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয় ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন