শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয়ের ২৪ তম প্রতিষ্ঠা দিবস

উত্তরবঙ্গে  সূর্যসেন মহাবিদ্যালয়ের ২৪ তম প্রতিষ্ঠা দিবস পালন 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১৫ সেপ্টেম্বরঃ সূর্যসেন মহাবিদ্যালয়ের ২৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল আজ । প্রদীপ প্রজ্জ্বলন , নতুন শ্রেণী কক্ষের উদ্ভোধন , মাষ্টারদা সূর্য সেনের মূর্তিতে মাল‍্যদান , বইয়ের উন্মোচন এবং গণেশ বন্দনার মধ‍্য দিয়ে আজকের দিনটি পালিত হয় । অতিথিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুবীরেশ ভট্টাচার্য‍্য , পুর প্রসাশক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব , কলেজ অধ‍্যক্ষ প্রণব কুমার মিশ্রা । বক্তব্যে সবার মুখে সূর্যসেন কলেজ পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি কৃষ্ণ চন্দ্র পালের নাম উঠে আসে । গৌতম দেব  বক্তব্য রাখতে গিয়ে বলেন কৃষ্ণ এর স্বপ্ন ছিল এই কলেজ কে প্রতিষ্ঠিত কলেজ করে তোলা ।

মন্তব্যসমূহ