দলীয় পতাকা উড়িয়ে পাহাড়ে আত্মপ্রকাশ অনিত থাপার নতুন দলের

 দার্জিলিং এর রাজনীতির ময়দানে এল অনিত থাপার নতুন দল 



 কুশল দাশগুপ্ত , দার্জিলিং , ৯ সেপ্টেম্বরঃ অবশেষে পাহাড়ে নতুন রাজনৈতিক দল । বিনয় তামাং গোর্খা জনমুক্তি মোর্চা ২ থেকে পদ ত্যাগের পর পাহাড় জুড়ে জল্পনা ওঠে অনীত থাপা তৈরি করতে পারে নতুন রাজনৈতিক দল । তবে তখন অনিত পন্থীরা সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে এমন কোনো বিষয় নিয়ে অস্বীকার করলেও গত মাসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনিত থাপা নিজেই জানিয়েছিলেন  সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পাহাড়ে হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরন । 

সকালে মন্দিরে পুজো দিয়ে অনিত চলে আসেন নতুন দলের ঘোষণায় ।  বৃহষ্পতিবার দার্জিলিংয়ের জিমখানায়  অনিত অনুরাগীদের নিয়ে ঘোষণা হয় নতুন রাজনৈতিক দল । আত্মপ্রকাশের হল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা নামে নতুন রাজনৈতিক দলের  । 


পাশাপাশি এদিনই ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দলীয় পতাকার উদ্বোধন করা হয় । দলের সভাপতি থাকছে অনিত থাপা নিজেই। 
অনুষ্ঠানের ভার্চুয়াল ভাবে বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়।  
বৃহস্পতিবার  বিকেল তিনটা নাগাদ একই ভাবে ভার্চুয়াল সভার পর এর নতুন ঝান্ডা উত্তোলন করা হয় গরুবাথান ব্লকের ৪৪ নং সমষ্টির কুমাইয়ের নয়াবস্তিতে। স্থানীয় বিকাশ সমিতি ভবনে সভাও করা হয়। গরুবাথানেও এদিন 
ভার্চুয়াল সভার আয়োজন হয়।
এদিন স্থানীয় এলাকায়  ঝান্ডা উত্তোলন করেন সংগঠনের সভাপতি হরকামান ছেত্রি, এছাড়াও ছিলেন বিরেন গুরুং,দিলিপ লামা,মোহন সিং রাই,সোনম লেপচা,যুব মোর্চার সভাপতি বিকাশ ছেত্রি সহ অনান্যরা।
নতুন এই সংগঠনের পতাকা উত্তোলন করে বিকাশ ছেত্রী বলেন, পাহাড়ের রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি হলো। আজ এখানে আমরা নতুন দলের পতাকা উত্তোলন করলাম।  এখন থেকে আমার এ দলের নির্দেশেই সব কাজ করবো। এখন থেকে এই নতুন ঝান্ডার তলে এলাকার উন্নয়ন হবে। 

তবে দেখার বিষয় পাহাড়ের রাজনীতিতে এই নতুন রাজনৈতিক দলকে পাহাড়ের মানুষ কতখানি গ্রহণ করে ।


মন্তব্যসমূহ