পাচারের আগেই উত্তরবঙ্গে উদ্ধার প্রায় কোটি টাকার সোনা , আটক ২
নিজস্ব সংবাদদাতা , নিউ জলপাইগুড়ি , ১০ সেপ্টেম্বরঃ চোরাপথে মায়ানমার থেকে সোনা এনে কোলকাতা পাচারের পথে নিউ জলপাইগুড়ি স্টেশনে সোনা সহ ধরা পড়ল দুই সোনা পাচারকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ জলপাইগুড়ি স্টেশনে দাড়িয়ে থাকা সরাইঘাট এক্সপ্রেস থেকে এই দুই পাচারকারীকে পাকড়াও করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। আটক করা সোনার বর্তমান বাজার দর প্রায় ৯৬ লক্ষ টাকা।
জানাগেছে, মায়ানমার থেকে চোরা পথে সোনা এদেশে এনে সড়কপথে মনিপুর থেকে গৌহাটিতে নিয়ে আসে দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা মদন সন্ন্যাসী এবং পার্থ সন্ন্যাসী। সেখান থেকে তারা সরাইঘাট এক্সপ্রেসে কোলকাতা যাচ্ছিল সোনা পাচারের উদ্দেশ্যে। গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের কর্মীরা নিউ জলপাইগুড়ি স্টেশনে অপেক্ষা করতে থাকে সোনা উদ্ধার করার জন্য। বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইঘাট এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকতেই কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের কর্মীরা ট্রেনের সংরক্ষিত জায়গা থেকে দুজনকেই ধরে ফেলে।
ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় এক কেজি নয়শো বিরানব্বই গ্রাম সোনা। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আইনজীবি অখিল বিশ্বাস বলেন, সোনা গুলো মায়ানমার থেকে চোরা পথে এনে ট্রেনে কোলকাতা পাচার করা হচ্ছিল। ধৃতদের এদিন তোলা হয়েছে শিলিগুড়ি আদালতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন