আইনের ছাত্র কুনালের তৈরি এক ফুটের দুর্গায় অবাক সবাই

 এক ফুট উচ্চতার দুর্গা মাতৃমুর্তি গড়ে তাক লাগাল আইনের ছাত্র 



 কুশল দাশগুপ্ত , জলপাইগুড়ি , ১১ অক্টোবরঃ মাত্র এক ফুট উচ্চতার কাগজের দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে জলপাইগুড়ির এক আইনের ছাত্র। পুজোর আগে প্রতিবছরই দুর্গার প্রতিমা বানায় জলপাইগুড়ির নিউ টাউন পাড়ার এই ছাত্র কুনাল বিশ্বাস। বাদ যায়নি এবছরও। বর্ধমান রাজবাড়িতে যে আঙ্গিকে প্রতিমা পুজিত হন , ঠিক সেই আদলেই এবার দুর্গা প্রতিমা বানিয়েছে কুনাল। এবারের সে প্রতিমা তৈরি করেছে কাগজ দিয়ে। প্রতিমার উচ্চতা মাত্র ১ ফুট। পঞ্চমীতেই তার প্রতিমা তৈরির কাজ শেষ। তবে তার প্রতিমা নির্মান পুজো করার উদ্দেশ্যে নয়, তার তৈরি প্রতিমা শোভা পায় বাড়ির শো-কেসে। কুনালের পাড়ার লোকেদের একটা কৌতুহল থেকেই যায়, এবার কেমন প্রতিমা তৈরি করছে? সেই আগ্রহ নিয়েই কুনালের সৃষ্টি দেখতে ভিড় করছেন প্রতিবেশীরা। এই প্রতিমা নির্মান প্রসঙ্গে কুনাল জানিয়েছেন, পড়াশোনার ফাঁকে ফাঁকে দেড়মাস সময় ধরে প্রতিমাটি তৈরি করেছেন সম্পূর্ন শখের কারণে। পুজোর ঠিক আগেই প্রতিমা তৈরির কাজ শেষ হওয়ায় খুশি আইনের এই ছাত্রটি।

মন্তব্যসমূহ