পর্যটকদের জন্য বাড়ল দার্জিলিং এর টয় ট্রেনের জয় রাইড
কুশল দাশগুপ্ত , দার্জিলিং , ১৬ অক্টোবরঃ যারা দার্জিলিং বেড়াতে যাচ্ছেন , তাঁদের জন্য সুখবর , দার্জিলিং ও ঘুমের মধ্যে বাড়ানো হয়েছে “জয় রাইডের” সংখ্যাও । চলতি মরশুমেই চালু করা হয়েছিল ৪ টি স্টিম এবং ৪ টি ডিজেল চালিত ট্রেন। উৎসবের মরশুমে পর্যটকদের চাপ কমাতে আরও ১টি করে স্টিম ও ডিজেল ইঞ্জিনের পরিষেবাও চালু করা হচ্ছে । প্রতিদিনই বহু পর্যটককে ফেরাচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এবারে আর ফিরতে হবে না । কেননা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের কাছে হেরিটেজ টয়ট্রেন রাইডের জনপ্রিয়তা বরাবরই আলাদা পর্যটনের প্রসারে নয়া ভাবনা রেলেরও ।কোভিড আবহেই রেলের টয় ট্রেনকে ঘিরে নয়া প্রসারে খুশী পর্যটন ব্যবসায়ীরা। এর মধ্য দিয়ে পাহাড়মুখী পর্যটকের সংখ্যা আরো বাড়বে বলে দাবী ব্যবসায়ীদের। সব মিলিয়ে উৎসবের মরশুমে পর্যটনকে নতুন পথ দেখাচ্ছে রেল । পর্যটকদের জন্য এই পরিষেবার সবুজ পতাকা দেখিয়ে সূচনা করেন এ ডি আর এম চিলা ওয়ার ওয়ার ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন