রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - ত্রিমেরিক / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি
আমাদের নিয়মিত সাহিত্য সাধনা
শ্রদ্ধেয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়। "তপন উবাচ" তে শুরু হল সাহিত্যের ক্যানভাসে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা ' ত্রিমেরিক ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।
শ্রদ্ধেয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
"তপন উবাচ" তে শুরু হল সাহিত্যের ক্যানভাসে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা ' ত্রিমেরিক ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।
ত্রিমেরিক / ১
তপন উবাচ
কী যে ধান্দায় উড়ছে ওটি, আন্দাজ করি তাল
তিরতির ঢেউ মাছপুকুরে
ছোঁ দেবে সে ঠিক দুকুরে
মাছরাঙাটি ঘুরছে ফিরছে জল সমান্তরাল।
আলোকচিত্র। : মীরা গাঙ্গুলী
মেঘ বলল, ও মেঘবউ, আজ ওয়েদার ফাস্টো কেলাস
সন্ধেবেলা যাওয়াই যায়
কুলকুল কোনও রেস্তোরাঁয়
বেশি দূর নয়, একবেলা পথ, চল উড়ে যাই খাইবার পাস।
আলোকচিত্র : ইতি দাস
ব্যাঙ্গালোরের আকাশ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন