সিকিমে বেড়াতে গিয়ে দুর্যোগেআটকে আলিপুরদুয়ার ও কোচবিহারের পর্যটক
বিশেষ প্রতিনিধি , সিকিম , ২০ অক্টোবরঃ প্রচন্ড বৃষ্টির কারণে সিকিমে বিভিন্ন রাস্তায় ধস নেমেছে তাই আপাতত যানবাহন চলাচল বন্ধ আছে।প্রসঙ্গত আলিপুরদুয়ার ও কোচবিহারের মোট ১৫ জন সদস্যের একটি পর্যটক দল সিকিমে আটকে পড়েছে।রীতিমত চিন্তায় তাদের পরিবারের লোকজন। তার বর্তমানে গ্যাংটকের একটি হোটেলে রয়েছেন।প্রসঙ্গত দুর্গাপূজা শেষ হবার পর তারা সিকিমে ঘুরতে যান। বুধবার দিন সকালে তাদের বাড়ি ফেরার কথা ছিল। সেইমতো হোটেল থেকে বের হন তারা , কিন্তু তারা জানতে পারেন প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় ধরা পড়ার কারণে যান চলাচল বন্ধ আছে। বেগতিক দেখে তারা আবার হোটেলে ফিরে যান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন