বাংলাদেশের ঘটনায় নিন্দায় নিশীথ প্রামানিক

 বাংলাদেশে ধর্মীয় পীঠস্থানে দুষ্কৃতীদের হামলা , নিন্দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র  প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক


নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১৯ অক্টোবরঃ বাংলাদেশের কুমিল্লার নোয়াখালিতে ধর্মীয় পীঠস্থানে দুষ্কৃতীদের হামলার ঘটনার নিন্দা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
 নিশীথ প্রামাণিক । মঙ্গলবার শিলিগুড়িতে কোচবিহার থেকে দিল্লি যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বাংলাদেশের ঘটনায় আমরা চিন্তিত । ওই ধরনের ঘটনা যেখানেই হোক না কেন , যেই দেশেই হোক না কেন কখনই মেনে নেওয়া যায় না ।

 তিনি আরও বলেন , কেন্দ্র সরকার সীমান্ত সুরক্ষাকে আরও সুনিশ্চিত করতে এবং দেশের অন্তবর্তী সুরক্ষাকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন । সমগ্র বাংলা জুড়ে ইন্দো-বাংলাদেশ সীমান্ত রয়েছে । আর সেটাকে সুনিশ্চিত করতে ওই উদ্যোগ নেওয়া হয়েছে । শুধু পশ্চিমবঙ্গে নয় অসম , উত্তর-পূর্ব ভারতের প্রায় প্রত্যেকটি রাজ্য এবং রাজস্থান , গুজরাটেও বিএসএফের কার্যকারিতার সীমানা বাড়ানো হয়েছে । এতে তৃণমূলের নেতারা কেন ভয় পাচ্ছে সেটাই অবাক হওয়ার বিষয় ।

মন্তব্যসমূহ