মালদায় সততার নজির সিভিক ভলেন্টিয়ারের
মালদা শহরের পুরাটুলি সদর ঘাট এলাকার বাসিন্দা জয়ন্ত সরকার রবিবার সকালে স্ত্রীকে নিয়ে গয়েশপুর থেকে বাড়ি ফিরছিলেন। স্ত্রী মামনি সরকারের ব্যাগে মোবাইল ফোন সোনার গয়না ও নগদ টাকা ছিল । ব্যাগের চেইন খোলা অবস্থায় বাইকে করে আসছিলেন দম্পতি । রাস্তায় মোবাইল ফোন সোনার অলঙ্কার সহ নগদ টাকা ও রুমাল পড়ে যায় । পুরাটুলি সদরঘাটের বাড়ির কাছে গিয়ে দম্পতি লক্ষ্য করে তাদের ব্যাগের চেইন খোলা। তারপরে রাস্তা ধরে খোঁজাখুঁজি শুরু করে ব্যাগের সামগ্রী । কিন্তু কোথাও কিছু পায়নি
রাস্তায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার সোনার অলঙ্কারের ব্যাগটি কুড়িয়ে পায় । মহিলাদের জিজ্ঞাসাবাদ করে সমস্ত তথ্য সঠিক পাওয়ায় তাদের হাতে ব্যাগটি ফিরিয়ে দেওয়ায় সিভিক ভলান্টিয়ার রাজকুমার পাহাড়িকে ধন্যবাদ জানিয়েছেন ওই দম্পতি ।সিভিক ভলেন্টিয়ার এর উত্তরে জানালেন তিনি কেবল তার কর্তব্য করেছেন মাত্র,এটা আর কিছুই না।তিনি জানালেন তার বাড়ির লোকেরাও তার কাজে খুশি।তার স্ত্রী এই কাজের জন্য তাকে একটি নতুন জামাও কিনে দিয়েছেন বলে তিনি জানান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন