ফরাক্কায় নদীতে ঝাঁপ তিন সন্তান সহ মায়ের , উত্তেজনা এলাকায়

 

স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে সন্তানদের নিয়ে ফরাক্কায় নদীতে ঝাঁপ মায়ের  



বিশেষ প্রতিনিধি , ফরাক্কা , ১৭ অক্টোবরঃ পুজোর শেষে দেবী দুর্গার কৈলাশে ফিরে যাবার সময়েই আর এক বাস্তবের মা দুর্গা নিজেকে শেষ করে দিতে চাইলেন অভাব আর অত্যাচারের তাড়নায়। ঘটনাচক্রে তিনি ও তাঁর দুই সন্তানকে উদ্ধার করা গেলেও , পাওয়া গেলনা একেবারে ছোটটিকে ।

  ফারাক্কা ব্যারেজ এলাকায় একটি ঘটনা কে কেন্দ্র করে রবিবার বিকেল থেকে তীব্র উত্তেজনা ছড়ায়।ঘটনা প্রসঙ্গে জানা গেছে যে এক মহিলা তিনজন সন্তান কে নিয়ে নদীতে ঝাঁপ দেয়। ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গিয়েছে মুর্শিদাবাদের সমসেরগঞ্জের এলাকার বাসিন্দা রিনা খাতুন তার স্বামী ও সতীনের অত্যাচারে অতিষ্ট হয়ে রবিবার দুপুরে নদীতে ঝাঁপ দেয়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল এলাকায় পুলিশ ও উদ্ধারকারী বাহিনী পৌঁছায় ,এবং ওই মহিলা আর তার দুই সন্তান কে উদ্ধার করে।তবে ওই মহিলার সবথেকে খুদে সন্তান  কে উদ্ধার করা যায় নি।ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে ওই মহিলার স্বামী একবারে কাজ কর্ম করতো না।উল্টে রীতিমতো অত্যাচার করতো।পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে।

মন্তব্যসমূহ