নববস্ত্র ও আনন্দময়ী সম্মানা প্রদান শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে

 

দুর্গাপুজো উপলক্ষ্যে শিলিগুড়ি আনন্দময়ী কালীবাড়িতে আনন্দময়ী সম্মাননা প্রদান 



 বিশেষ সংবাদদাতা , শিলিগুড়ি , ১০ অক্টোবরঃ আনন্দময়ী কালীবাড়ি সমিতির ৯০ তম দুর্গাপুজো উপলক্ষ্যে গুণীজনদের সংবর্ধনা প্রদান (আনন্দময়ী সম্মাননা প্রদান) এবং দুঃস্থ মহিলাদের মাঝে বস্ত্র বিতরণী অনুষ্ঠানে গরীবদের হাতে জামাকাপড় তুলে দিলেন শিলিগুড়ি পুরসভার প্রধান প্রশাসক গৌতম দেব। উপস্থিত ছিলেন আরেক প্রশাসক রঞ্জন সরকারও।এদিন বেশকিছু  মানুষের হাতে পূজোর জামাকাপড় তুলে দেন গৌতম দেব এবং রঞ্জন সরকার।গৌতম দেব এদিন জানান পূজোতে জামাকাপড় কেনা তো দুরের কথা মানুষ দুবেলা ঠিক করে খেতেই পারছে না,এই অবস্থায় মানুষের পাশে দাড়ানো আমাদের কর্তব্য।এই কোভিড পরিস্থিতিতে যাতে মানুষ সচেতন এবং সাবধান থাকে সেকারনে এই পূজোর পাচদিন নানান  মাধ্যম থেকে মানুষকে বোঝানো হবে।তিনি আরো জানান আমরা এইকদিন ভ্যাকসিন দিচ্ছি না পূজোর পরে আবার ভ্যাকসিন দেওয়া হবে।কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আনন্দময়ী কালীবাড়িতে খুব সাবধানে পূজোর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আনন্দময়ী কালীবাড়ির কর্মকর্তারা।

মন্তব্যসমূহ