নবান্নে আগুন , দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

 

নবান্নে আগুন 



সজল দাশগুপ্ত , কলকাতা , ১২ অক্টোবরঃ সপ্তমীর সকালে বিপত্তি বাধল নবান্ন তে। নবান্নের 14 তলাতে যেখানে মুখ্যমন্ত্রী অফিস রয়েছে সেই তলাতে আগুন লাগে দুপুর বারোটা নাগাদ। এরপর নব্বানের এর তরফ থেকে দমকলে খবর দেওয়া হলে। দ্রুত দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। এ আগুন লাগার খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। দমকল কর্মীরা এ প্রসঙ্গে জানিয়েছেন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
দমকল সূত্রে জানানো হয়েছে নবান্নের চৌদ্দতলা যেখানে মোবাইলের টাওয়ার রয়েছে সেই মোবাইল টাওয়ারের প্যানেল বক্স এ আগুন লাগে। প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট এর কারণে  অগ্নিসংযোগ ঘটে । তবে দমকলকর্মীরা জানাচ্ছেন অন্যান্য যান্ত্রিক গোলযোগের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। একটু সুত্র মারফৎ জানা যাচ্ছে যে ঐ সময় মোবাইল টাওয়ারে মেরামতি চলছিল।  
এই ঘটনার ফলে নবান্ন সহ আশেপাশের এলাকাতে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। এই পরিস্থিতি ভালোমতো খতিয়ে দেখতে এখনো ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা উপস্থিত রয়েছেন বলে জানা গেছে কোন প্রাণহানি বা ক্ষয় ক্ষতি  সেরকম হয়নি।

মন্তব্যসমূহ