দ্বৈত নাগরিকত্বের অভিযোগে উত্তরবঙ্গে আটক ১
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১৮ অক্টোবরঃ দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হল এক যুবককে । ধৃত মহম্মদ নওশাদ বিহারের মুজাফফরপুর ঝিঙ্গা বিরজি এলাকার বাসিন্দা ।ভারত নেপাল সীমান্তের ভাতগাঁও চেকপোস্ট দিয়ে ভারত থেকে নেপালের দিকে যাচ্ছিল সে । সীমান্তে প্রহরারত এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের ওই যুবককে দেখে সন্দেহ হয় । তাকে আটক করে এস এস বি জওয়ানরা।
ধৃতকে তল্লাশি চালিয়ে ভারতীয় আধার কার্ডের পাশাপাশি নেপালের নাগরিকত্বের শংসাপত্রও উদ্ধার করে এসএসবি । নেপালের নাগরিকত্বের শংসাপত্র অনুযায়ী ওই যুবকের নাম নওশাদ আলম ৷ দ্বৈত নাগরিকত্বের শংসাপত্র থাকায় ধৃত ওই যুবককে রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি ।
এসএসবি’র অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে । কীভাবে ওই যুবক দুই দেশের নাগরিকত্বের শংসাপত্র পেয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশ হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন