কালিপুজো উপলক্ষে ম্যারাথন দৌড়

 

কালী ম্যারাথন 



নিজস্ব সংবাদদাতা , আলিপুরদুয়ার , ৩ নভেম্বরঃ  কালীপুজো উপলক্ষে আলিপুরদুয়ারের ২ নং ব্লকের কয়াখাতা নবজ্যোতি ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। বুধবার কয়াখাতা জুনিয়ার হাই স্কুলের মাঠ থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড়। এদিনের ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে ছেলেমেয়েরা। কয়াখাতা ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে জানা গেছে, গত ৬ বছর যাবৎ তারা এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে চলছেন। প্রতিবছর কালী পূজার আগের দিন ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এদিন ম‍্যারাথন দৌড় প্রতিযোগিতা দেখতে স্কুল প্রাঙ্গণসহ সড়কের উৎসুক জনতার ভিড় লক্ষ‍্য করা যায়।

মন্তব্যসমূহ