অন্যভাবে শক্তি দায়িনী মাতৃ আরাধনা
নিজস্ব সংবাদদাতা , মালদা , ৩ নভেম্বরঃ ভক্তি থাকলে সব হয়। সেখানে আর্থিক সামর্থের ওপর ভর করে আতিসাহ্যে আরাধনা না হলেও চলে । মালদার প্রত্যন্ত গ্রামে দেখা গেল এই কথারই বাস্তব চিত্র । কোনো মন্দির নয়, উঁচু ঢিপির উপরই প্রতিষ্ঠিত দেবদেবীদের ছবি।গ্রামের এককোণে খোলা আকাশের নীচে রয়েছে দেবীর বেদি। মালদহের চাঁচল থানার কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তেলেনপুকুর-হাড়িপাড়ার এই পূজোর প্রস্তুতি তেমন কিছু নেই।নেই আলোক সজ্জা,প্যান্ডেল,নেই কোনো থিম।পূজোতে জাঁকজমক না থাকলেও রয়েছে ধর্মীয় রীতি। দ্বিপান্বিতা অমবস্যায় শক্তিদায়িনীর আরাধনায় মেতে উঠেন গ্রামের প্রমীলারা।কোনো রাজা প্রজার নয়,তৎকালীন সময়ে গ্রামের মোড়ল এই পূজোর প্রচলন করেন। আজও সেই বেদীতে দক্ষিনা কালীর মূর্তি তুলে পূজো করে আসছেন গ্রামের দশটি পরিবার। সেই দশটি পরিবারের সদস্যদের মধ্যে কেউ গ্রামে ই-রিক্সা চালায়, কেউবা পরিযায়ী শ্রমিক আবার কেউ পরিচারিকার কাজ করেন।সারাবছর একটু একটু করে জমানো অর্থ দিয়ে পূজোর জোগান করেন তারা।
তবে করোনার পরে তাদের রূজি রোজগারে টান পড়ায় বাজেট এবার যথসামান্য। তবুও তারা ব্রাত্য থাকতে নারাজ। বেদির চারপাশ ফাঁকা, নেই ছাদ। সেখানেই ত্রিপল খাটিয়ে দক্ষিনা মাকে বিসর্জন না হওয়ার পযর্ন্ত রাখেন তারা। এক সময় এখানে পশুবলির প্রচলন থাকলেও এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন