জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়িতে এবার মা পাবেন নিরামিষ ভোগ
এক সময় বাবু পাড়ায় টিনের এক চিলতে ছাউনিতে মাটির মূর্তি গড়ে মায়ের পুজো হত । এখন মন্দিরে মায়ের কষ্টি পাথরের মূর্তি বসানো হয়েছে । মা এখানে দক্ষিণা কালী হিসেবে নিত্য পূজিত হন । মন্দিরের পুরোহিত জনার্দন চক্রবর্তী বলেন , মা এখাানে মঙ্গলময়ী । মায়ের পুজোর জন্য কোন রকম চিন্তা করতে হয় না। ভক্তরা যা দেন তাই দিয়ে মায়ের পুজো অর্চনা চলে। মন্দিরে নিত্য পুজোর পাশাপাশি প্রতিটি অমাবস্যা ও পুর্নিমাতে মায়ের ভোগ দেওয়া হয় । দীপাবলীতে কালীপুজোয় মায়ের বাৎসরিক পুজো হয় ।
এবার বৃহস্পতিবার অমাবস্যা থাকায় মায়ের পুজোয় নিরামিষ ভোগ দেওয়া হবে। এ ছাড়াও তিথি অনুযায়ী অন্যান্য পুজোগুলি নাট মন্দিরে অনুষ্ঠিত হয় । সরকারি স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে পুজো হবে । ভক্তরা যাতে সামাাজিক দূরত্ব বজায় রেখে পুজো দিতে পারেন তার ব্যবস্থা করা হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন