উত্তরবঙ্গে আই এন টি টি উ সি বিজয়া সম্মেলনকেই বেছে নিল সংগঠনকে চাঙ্গা করতে
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২ নভেম্বরঃ সম্প্রতি বারাসাত বিধানসভা আই এন টি টি উ সি বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল। এই সম্নেলনে উপস্থিত ছিলেন রাজ্য আই এন টি টি ইউ সি সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়। এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয় । যার মুল দায়িত্বে ছিলেন সম্পাদক বিশ্বময় ঘোষ।এই বিজয়া সম্মেলনে গোটা রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আই এন টি টি ইউ সির কি ভুমিকা হবে , সেটা নিয়েও আলোচনা করা হয়। ইউনিট সভাপতি দিপক গুহ , সাধারণ সম্পাদক প্রশান্ত দেবনাথ , শ্যামল দাস ও পৌর কর্মচারি বৃন্দ।অনুষ্ঠানের মুল আকর্ষন ছিলেন ঋতব্রত বন্দোপাধ্যায়।তিনি উত্তরবঙ্গ এবং দক্ষিনবঙ্গের কর্মচারীদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।এবং আগামীদিনের ভবিষ্যত পরিকল্পনা স্থির করেন। এছাড়াও পশ্চিম বঙ্গ পৌরকর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক আশিষ দে এদিন সংগঠনকে কিভাবে উত্তরবঙ্গের শ্রমিকদের মধ্যে আরো জনপ্রিয় করে তোলা যায় , সেটা নিয়েও আলোচন করেন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন