বৃহন্নলাদের হাতে টাকার দাবিতে আটক শিশু , মারা গেল তাঁদের হাতেই
বিশেষ সংবাদদাতা , মানিকচক , ১৮ নভেম্বরঃ নারকীয় ঘটনার সাক্ষী থাকলো মালদা মানিকচক। প্রায়শই দেখা যায় নবজাতকের জন্মের খবর পেয়ে নবজাতকের পরিবারের কাছে টাকা চাইতে আসেন বৃহন্নলারা। দাবি মতো টাকা না দেওয়া হলে নবজাতকের পরিবারদের কে রীতিমতো হেনস্থা করে তারা। এইবার সব সীমা লংঘন হলো, দাবিমতো টাকা না পেয়ে দীর্ঘক্ষন একটি শিশুকে নিজের কাছে আটকে রেখেছিল একজন বৃহান্নালা। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে শিশুটির মৃত্যু হয়েছে। পুলিশ অভিযুক্ত বৃহন্নলা কে গ্রেফতার করেছে।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে মালদার মানিকচকের বাসিন্দা মাম্পি মাঝি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গত অক্টোবর মাসের শেষের দিকে তিন সন্তানের জন্ম দেয়। তিনজন সন্তানকে নিয়ে সে বাড়িতেই ছিল। নবজাতকের সংবাদ শুনে স্থানীয় এক বৃহন্নলা এই পরিবারটির কাছের বারোশো টাকা দাবি করে, পরিবারটি খুব গরিব ৩০০ টাকার বেশি দিতে পারবে না বলে জানায়। এরপর অনেক দর কষাকষির পর ৫০০ টাকা দেয় তারা। কিন্তু তারপরেও শিশুটিকে আটকে রাখে, প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে অনেকক্ষণ না খাওয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন