অসহায় মানুষের পাশে দাঁড়াতে শুরু হল ' সবুজ সাথি'র পথ চলা
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৩ নভেম্বরঃ আজ থেকে ছয় মাস আগে প্রতিষ্ঠা পেয়েছিলো বেশ কয়েকজন সমাজসেবীর মাধ্যম দিয়ে ' সবুজ সাথি' । না কোন সরকারি প্রকল্প নয় । এ হল এক উদ্যোগ , প্রচেষ্টা । যা অন্নহীনের মুখে একটু খাবার। অসহায়ের পাশে সহায়তার হাত, বিপদ্গ্রস্থ মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা ।
শিলিগুড়ির বহু মানুষ আছেন যাদের দুবেলা দুমুঠো খাবার জোটানো মুষ্কিল যারা সামাজিক আর্থিক এবং মানসিকভাবে অনেকটাই পিছিয়ে মানুষের থেকে।তাদের জন্য চিন্তা করতে শুরু করেছিলেন শিলিগুড়ির আশ্রমপাড়া নিবাসী অজিত ব্যানার্জী।তার ইচ্ছা ছিলো সমাজে অবহেলিত নিপীড়িত মানুষের সেবা করা,তিনি চেয়েছিলেন সেইসব মানুষের পাশে দাড়াতে চান , যাদের মাথার উপর ছাতা নেই,নেই কোন আর্থিক সংস্থান , নেই কোন উপার্জনের উপায় । এইসব মানুষগুলোর পাশে দাড়ানোর পরিকল্পনা অনেকিন ধরেই করছিলেন অজিত ব্যানার্জী । তিনি জানিয়েছেন , তার ছোটবেলা থেকেই মানুষের জন্য কিছু করবার আন্তরিক ইচ্ছা ছিলো , যেটা তিনি নিজের পায়ে না দাড়িয়ে করে উঠতে পারছিলেন না,তাই এতদিন পরে তিনি শুরু করতে পেরেছেন ,আর তার সেই অনেকদিনের ইচ্ছাপূরণ ' সবুজ সাথী '। এই কাজে তিনি একা নন , তাকে সাহায্য করে চলেছেন তারই সাথে কাজ করা কয়েকজন বিশিষ্ট মানুষ। এটাকে তিনি ব্যাক্তিগত বলতে চাননা। বলতে চান সমষ্টিগত। আর অবশ্যই একদল সম মনস্ক মানুষের সমবেত প্রচেস্টা ।
Sobuj
উত্তরমুছুনAkhon
উত্তরমুছুন