আজ কলকাতায় ইলশে গুড়ি , আগামীকালও হতে পারে বৃষ্টি

 আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে 



সজল দাশগুপ্ত , কলকাতা , ১৪ নভেম্বরঃ   শীতের মাঝে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী ২৪ ঘন্টায় রাজ্যের বেশকিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল থেকেই মেঘলা আকাশ । আজ কলকাতায় বেশ কিছু এলাকায় ইলশে গুড়ি বৃষ্টি পড়েছে । যদিও আবহাওয়া দফতরের পুর্বাভাস আগামীকালও এরকম থাকবে আকশ । বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতায় । তাপমাত্রার ক্ষেত্রে খুব একটা পরিবর্তন হবে না। তবে রাতের দিকে সামান্য হলেও তাওমাত্রা কমবে। 
পূর্ব বর্ধমান ,পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উপকূলবর্তী জেলাগুলিতে এবং মহানগরীতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর দিনাজপুর ও মালদাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আবহাওয়া দপ্তর থেকে আরও জানানো হয়েছে সপ্তাহের শেষ থেকে শৈলশহর দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গে শীতের আমেজ আরো বেশি করে অনুভূত হবে। শৈলশহর দার্জিলিং এ পর্যটকদের আনাগোনা এমনিতেই বেড়েছে। পর্যটন শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা আশা করছেন আগামী দুই মাসে ভরা শীতের মরশুমে পর্যটকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাবে দার্জিলিং সিকিম কার্শিয়াং কালিম্পং এলাকায়।
কলকাতায় শীতের আমেজ ধীরে ধীরে পড়ছে, খুশি শহরবাসী। সকাল রাতের দিকে তাপমাত্রা যথেষ্ট কম থাকে। তবে বেলা বাড়লে রোদের তেজ ক্রমশ বৃদ্ধি পায়। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এই বছর গোটা রাজ্য জুড়ে ভালো শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্যসমূহ