দীপাবলীর রাতকে অন্ধকার মুক্ত করে সাজিয়ে তুলবে ১০ দৃষ্টিহীনের ১৫ লক্ষ মোমবাতি

 দীপাবলীর অন্ধকার দূর করবে ১০ জন দৃষ্টিহীনের  মোমবাতি 



সজল দাশগুপ্ত , হলদিয়া , ৩ নভেম্বরঃ নিজেদের কাছ থেকে চিরতরে আলো হারিয়ে গেলেও , দীপাবলির অন্ধকারকে দূর করার ব্রত ওরা নিয়েছেন । আর সেই সাধনায় তারা যে সিদ্ধি লাভ করেছেন তা বলাই যায়।  চৈতন্যপুর এর ১০ জন দৃষ্টিহীন যুবক দীপাবলি উপলক্ষে ১৫ লক্ষ মোমবাতি বানিয়ে ফেললেন। এই মোমবাতিগুলো চাহিদা শিল্প শহর হলদিয়া সহ বাইরেও যথেষ্ট রয়েছে। করোনা  পরিস্থিতির কারণে  বর্তমানে অবস্থা একেবারে ভালো নেই। এছাড়া নানান প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। কিন্তু এই দৃষ্টিহীন যুবকদের অদম্য মনোবল একবারে কমেনি। পড়াশোনা করার পাশাপাশি দিনরাত পরিশ্রম করে তারা এই মোমবাতি তৈরি করেছেন। কাজে গতি আনার জন্য মাঝে মাঝে রেডিও ছেড়ে গান শুনেছেন। স্বনির্ভর হওয়ার চেষ্টায় কোনরকম ত্রুটি রাখেনি তারা। ওদের হাতের তৈরি মোমবাতিগুলো চাহিদা যথেষ্টই বেড়েছে।

মন্তব্যসমূহ