কাল কালীপুজো , আগুন বাজারে, প্রতিমা বিক্রি আশানুরুপ নয়

 


রাত পোহালেই শ্যামা পূজা , সারা রাজ্য জুড়ে চলছে প্রস্তুতি, আগুন বাজারে , প্রতিমা থেকে ফল আকাশ ছোঁয়া 



 বিশেষ সংবাদদাতা , কলকাতা ও শিলিগুড়ি, ৩ নভেম্বরঃ রাত পোহালেই শ্যামা পুজো।  চারিদিক সেজে উঠেছে রঙিন আলোর মালায় । এদিকে বহু পুজো মন্ডপে চলে এসেছে ঠাকুর। তবুও ঠাকুর বিক্রেতা থেকে ফল ও ফুল বিক্রেতাদের মুখে হাঁসি ফোটেনি এখনও। কলকাতার সবচেয়ে বড় কালী ঠাকুর বিক্রি হয় বেহালায়। এমনকি কুমারটুলি বা কালীঘাট পোটো পাড়ার থেকেও বেশি ঠাকুর এখানে নিয়ে আসেন বিক্রেতারা। গত বছর প্রায় চার হাজারের কিছু কম বেশি প্রতিমা নিয়ে এসেছিলেন বিক্রেতারা । এবার বাজার ভালো হবে ভেবে একটু বেশি প্রতিমাই এসেছে । বিকেল পর্যন্ত প্রায় ৬০ শতাংশ প্রতিমা বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে। গতবারের তুলনায় ২৫ শতাংশ দাম বেড়েছে প্রতিমার। একটি তিন পোয়া প্রতিমা সাজ অনুযায়ী ন্যুনতম দাম  দেড় হাজার টাকা থেকে শুরু। অন্যদিকে ফলের বাজারেও আগুন। গড়ে দাম বেড়েছে দেড় গুণ। ফুলের দামেও আগুন । এদিকে ভাইফোটার জন্য যারা আগাম বাজার করে রাখবেন ভেবে ছিলেন তারাও বাজারে গিয়ে মাথায় হাত দিয়ে ফেলেছেন। বিক্রেতাদের কথায়, পরিবহন খরচার কারণে পাইকারি বাজারে বেশি দাম। তাই তাঁদের কাছেও দাম বেশি।  

তার আগেই বুধবার সকাল থেকেই বাজারের বিভিন্ন ফুলের দোকানে লক্ষ্য করা যায় ক্রেতাদের ভিড়। বিশেষ করে ফুলের পাইকারি দোকান গুলোতে রয়েছে ফুল কিনতে আসা মানুষের ভিড়। পাশাপাশি দীপাবলি উপলক্ষে শহরে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান গুলোকে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে, শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় সাধারণ মানুষও নিজেদের সাধ্যমত সাজিয়ে তুলেছে নিজেদের বাসস্থান। এই সবের মাঝে দেখা দিয়েছে কুমারটুলি ছাড়া শহরের বিভিন্ন রাস্তার ধারে ও মোড়ে একাধিক জায়গায় মূর্তি সাজিয়ে বসে রয়েছে মূর্তি বিক্রেতারা। মূর্তি বিক্রেতারা জানান, সকাল থেকেই মূর্তি নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে রয়েছেন, সকাল থেকে তেমন বিক্রি নেই তবে এবছর বড়ো মূর্তির তুলনায় ছোটো মূর্তির চাহিদা বেশী রয়েছে, এছাড়া এখনো হাতে কিছুটা সময় রয়েছে তাই বিক্রেতারা আশায় রয়েছে বেলা বাড়ার সাথে সাথে বাড়বে মূর্তির বিক্রিও।

মন্তব্যসমূহ