শিলিগুড়িতে ছট পুজো নিয়ে প্রশাসনিক প্রস্তুতি
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২ নভেম্বরঃ আসন্ন ছট পূজা সুষ্ঠু ভাবে পরিচালনা করতে ছট পূজা উদ্যোক্তাদের সাথে শিলিগুড়ি পুর নিগমের সভা কক্ষে অনুষ্ঠিত হল প্রস্তুতি বৈঠক । এই বৈঠক করলেন শিলিগুড়ির প্রধান পুরপ্রশাসক গৌতম দেব।আজ কর্পোরেশনে এক জরুরি আলোচনায় গৌতম দেব জানান আগামী ছট পূজোয় যাতে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সাবধান থেকে পরিচালনা করা যায় সেটাই আলোচনা করা হল ছট্ পূজো কমিটিগুলির সাথে।তাদের কে জানানো হয়েছে বতর্মান পরিস্থিতি আর আগের মত নেই,তাই কোনভাবেই যাতে সংক্রমন না ছড়ায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।ছট পুজোর জন্য নির্দিস্ট ঘাট গুলিকে যতটা পারা যায় পরিষ্কার রাখতে হবে।এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন রঞ্জন সরকার,অলোক চক্রবর্তী সহ অন্যান্যরা।এদিন শিলিগুড়ির পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে কোনভাবেই যেন কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি না তৈরী হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন