মাল পুর ভবনে আগুন

 


ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল মাল পুরভবন



নিজস্ব সংবাদদাতা ,  জলপাইগুড়ি, ৩ নভেম্বরঃ অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল মাল পুরসভা ভবন। প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্য এই অগ্নিকাণ্ড। জানা গেছে, এদিন দুপুরে হঠাৎ মূল ভবনের পেছন দিকে থাকা স্যানেটারি দপ্তরের গোডাউন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনায় পুরভবনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। দ্রুত দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। দমকলকর্মীরা বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। 

ঘটনার পর মাল পুর বোর্ডের প্রশাসক স্বপন সাহা বলেন, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্য এই ঘটনা ঘটেছে। গোডাউনে থাকা ঔষধ ও অন্যন্য সরঞ্জাম, আসবারপত্রের ক্ষতি হয়েছে। সমস্ত বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্যসমূহ