জন্মদিনে দুঃস্থ কনেদের পাত্রস্থ করার গণবিবাহ দিয়ে নতুন জীবনের দরজা খুলে দিলেন ময়নাগুড়ির মনোজ
সজল দাশগুপ্ত, ময়নাগুড়ি , ১৭ জানুয়ারিঃ রবিবার ময়নাগুড়ি একটি বেসরকারি কলেজের প্রেসিডেন্ট তথা বিশিষ্ট সমাজসেবী মনোজ, সাহার উদ্যোগে ও ব্যবস্থাপনায় বেসরকারি বিএড কলেজ প্রাঙ্গণে একটি গণবিবাহের আয়োজিত হয় । এদিন তিনটি সম্প্রদায়ের মোট পাঁচ জোড়া পাত্র-পাত্রীর বিবাহ সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে পাঁচ জোড়া কনের মধ্যে নেপালি , আদিবাসী ও মুসলিম সম্প্রদায়ের পাত্র-পাত্রী ছিল বলে জানান মনোজ বাবু। দীর্ঘদিন থেকে তার ইচ্ছে থাকলেও বর্তমান করোনা পরিস্থিতিতে তিনি এই অনুষ্ঠান করতে সেই মত আগে করতে পারেননি। যদিও আজকের অনুষ্ঠান করোনা বিধি মেনেই করা হয় । এই গণবিবাহের আয়োজন করা হয় করোনা স্বাস্থ্য বিধি মেনেও ।। মনোজ বাবু আরো বলেন এই তিন সম্প্রদায়ের বিয়ে তাদের রীতি রেওয়াজ মেনেই দেওয়া হয়েছে। শুধু তাই নয় এই কনের বাড়ির পরিজনসহ আত্মীয়দের উপস্থিতিতেই হয় এই বিবাহের অনুষ্ঠান । সেই সঙ্গে ছিল ভোজের আয়োজন। তিনি বলেন , এই পাঁচ কনে আজ থেকে আমার নিজের কন্যা বলে আমি জানি। এই গণবিবাহে কনের যা যা লাগে , যেমন বাসনপত্র ,লেপ-তোষক, খাট , ড্রেসিং টেবিল সব কিছু সহ সোনার অলংকারও দেওয়া হয়। আজ ছিল মনোজ বাবুর আজ জন্মদিন । তাই তাকে কনের বাড়ি থেকে এবং তার বন্ধুবান্ধবসহ সকল স্তরের মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এই উপলক্ষে কেক কাটেন মনোজ সাহা । তিনি আরো জানান এই পাঁচটি কন্যাকে নিজের মেয়ে বলে মেনে নিয়েছেন সেই জন্য তিনি তার সম্পত্তির এবং ব্যবসা-বাণিজ্যের থেকে কিছুটা অর্থ তাদের ভবিষ্যতের জন্য রাখবেন । এহেন উদ্যোগে কে সাধুবাদ জানিয়েছেন ময়নাগুড়ি সহ অন্যান্য জায়গার মানুষজন। এদিন দুপুর দুটো থেকে পাঁচটি গণবিবাহের একটি করে বিয়ে , সু সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে পাঁচ জোড়া কনের মধ্যে নেপালি , আদিবাসী ও মুসলিম সম্প্রদায়ের পাত্র-পাত্রী ছিল বলে জানান মনোজ বাবু। দীর্ঘদিন থেকে তার ইচ্ছে থাকলেও বর্তমান করোনা পরিস্থিতিতে তিনি এই অনুষ্ঠান করতে সেই মত আগে করতে পারেননি। যদিও আজকের অনুষ্ঠান করোনা বিধি মেনেই করা হয় । এই গণবিবাহের আয়োজন করা হয় করোনা স্বাস্থ্য বিধি মেনেও ।। মনোজ বাবু আরো বলেন এই তিন সম্প্রদায়ের বিয়ে তাদের রীতি রেওয়াজ মেনেই দেওয়া হয়েছে। শুধু তাই নয় এই কনের বাড়ির পরিজনসহ আত্মীয়দের উপস্থিতিতেই হয় এই বিবাহের অনুষ্ঠান । সেই সঙ্গে ছিল ভোজের আয়োজন। তিনি বলেন , এই পাঁচ কনে আজ থেকে আমার নিজের কন্যা বলে আমি জানি। এই গণবিবাহে কনের যা যা লাগে , যেমন বাসনপত্র ,লেপ-তোষক, খাট , ড্রেসিং টেবিল সব কিছু সহ সোনার অলংকারও দেওয়া হয়। আজ ছিল মনোজ বাবুর আজ জন্মদিন । তাই তাকে কনের বাড়ি থেকে এবং তার বন্ধুবান্ধবসহ সকল স্তরের মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এই উপলক্ষে কেক কাটেন মনোজ সাহা । তিনি আরো জানান এই পাঁচটি কন্যাকে নিজের মেয়ে বলে মেনে নিয়েছেন সেই জন্য তিনি তার সম্পত্তির এবং ব্যবসা-বাণিজ্যের থেকে কিছুটা অর্থ তাদের ভবিষ্যতের জন্য রাখবেন । এহেন উদ্যোগে কে সাধুবাদ জানিয়েছেন ময়নাগুড়ি সহ অন্যান্য জায়গার মানুষজন। এদিন দুপুর দুটো থেকে পাঁচটি গণবিবাহের একটি করে বিয়ে , সু সম্পন্ন হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন