রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - পদ্যসায়র / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
 "তপন উবাচ" তে  শুরু হয়েছে  সাহিত্যের ক্যানভাসে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা   ' পদ্যসায়র  ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।

                         পদ্যসায়র  /   ১    


তপন উবাচ

আলোকচিত্র : অপর্ণা দেওঘরিয়া ব্যানার্জী


পাহাড়ে চুম্বক থাকে, চকিতে কটাক্ষ করে
হাতছানি দেয়, বলে,
অনেক তো হল ঘরবন্দি, অর্গল খুলে
চলে এসো, রুক্ষ পাথর ছুঁয়ে
অনুভব করো জীবনের অনন্ত প্রবাহ।

                         পদ্যসায়র  /   ২    


আলোকচিত্র : সুবলচন্দ্র পাঁজা বুরুল 



বহতা জলের সঙ্গে ভেসে যাই সংবেশে লীন
কোথা যাও? কোন দেশে?
কোথাও কি যেতেই হবে!
    আমি যাই গন্তব্যহীন।

                         পদ্যসায়র  /   ৩    


আলোকচিত্রঃ বেনু গোপাল নায়ার , ওমান 



উঁচুতল ব্যালকনি থেকে দেখি
শিল্পীর তুলিতে আঁকা আমাদের ছবিতাজীবন
ভুলে থাকি পৃথিবীর প্রকৃত স্পন্দন।

মন্তব্যসমূহ