বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশী বৃহন্নলাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থার দাবি নিয়ে অমিত শাহর দারস্থ হতে চলেছে ভারতীয় বৃহন্নলরা
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৫ মেঃ কেউ অনুষ্ঠান বাড়িতে নেচে,কেউবা ভিক্ষাবৃত্তি,কেউবা যৌন কর্মী । এমন ভাবেই নিজেদের জিবীকা বেছে নিয়ে জীবন নির্বাহ করে চলেছেন উত্তরবঙ্গের বৃহনল্লরা । আমাদের দেশে বৃহনল্লাদের তৃতীয় লিঙ্গের মর্যাদা দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত।তার পরেও আজ তারা অসহায়। তাঁদের অভিযোগ , বাংলাদেশী বৃহন্নলাদের দাপটে বর্তমানে তাঁরা একঘরে ।বিগত সময়ে প্রশাসনের দারস্থ হয়েও মেলেনি সুরাহা, তাই অবশেষে নিজেদের দাবি আদায়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা এর দারস্থ হতে চলেছেন দার্জিলিং,জলপাইগুড়ি,কোচবিহার ও আলিপুরদুয়ারের ৫ শতাধিক বৃহন্নলা।বৃহস্পতিবার এন জে পি রেলওয়ে ইন্সটিটিউট মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা এর অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদের দাবি পত্র তুলে দেবেন কেন্দ্রীয় মন্ত্রীর হাতে।
বৃহনল্লাদের অভিযোগ যে তাঁদের রুজি রুটি আজ অনেকটাই সংকটে বাংলাদেশ থেকে অনপ্রবেশকারী বৃহনল্লাদের জন্য। বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে ঢুকছে বৃহন্নলারা,এমনটাই দাবি ভারতীয় বৃহন্নলাদের।শুধু তাই নই, বর্তমানে ভারতীয় এই চার জেলার বৃহন্নলাদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে তারা, বলেও অভিযোগ করেন তারা।এই বিষয় নিয়ে পুলিশের দারস্থ হয়েও লাভের লাভ কিছু হয়নি বলে জানান বৃহন্নলা পিংকি ও কাজল।তাই অমিত শা এর দারস্থ হয়েছেন তারা।আগামীতে যদি তাদের বিষয় নিয়ে কোন সুরাহা না হয় তাহলে আদালতের দারস্থ হবেন বলেও জানান তারা।তাদের অভিযোগ একেই আর্থিকভাবে তারা প্রচণ্ডভাবে সমস্যায় আছেন,তার উপরে এই সব বাংলাদেশের বৃহননলা এসে তাদের অবস্থা আরো জটিল করে দিয়েছেন বলে দাবী তাদের।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন