২৫ কেজির ঘরেয়া মাছ ধরা পড়ল সংকোশ নদীতে

 

বৃষ্টির ঘোলা জলে সংকোশ নদীতে ধরা পড়ল ২৫ কেজি'র ঘরেয়া মাছ 



কুশল দাশগুপ্ত , জলপাইগুড়ি , ১৫ মেঃ পাহাড়ে বৃষ্টির জেরে , রাত থেকে আচমকা নদীতে বাড়তে থাকে জল । আর তাতেই মাছ ধরতে হিড়িক পড়ে যায় এলাকার মানুষদের । ২৫ কেজি ওজনের মাছ দেখতে ভিড় সংকোশ নদীতে । অসম-বাংলা সীমান্তবর্তী সংকোশ নদীতে আচমকাই বিপুল পরিমাণে মাছ দেখা যায় ।
বাসিন্দারা এরপরই নদীতে মাছ ধরতে গেলে পাওয়া যায় ২৫ কেজি ওজনের ঘরেয়া মাছ । এছাড়াও পাওয়া যায় ৪ থেকে ৫ কেজি ওজনের ঘরেয়া মাছ । এদিন মাছ দেখতে উৎসাহী মানুষ ভিড় জমান । ঘরেয়া মাছের বাজার মূল্য কেজি প্রতি ৭০০-৮০০ টাকা । স্থানীয় বাসিন্দা কাজল বিশ্বাস জানান , সাধারনত অম্বাবুচির সময় ঘরেয়া মাছ সংকোশ নদীতে পাওয়া যায় ।
ভুটান পাহাড়ে অতিবৃষ্টির ফলে ভুটান পাহাড থেকে অতিমাত্রায় জল নেমে মিলিত হয় সংকোশ নদীর জলের সঙ্গে। আগেই নাকি পাহাড় থেকে নেমে আসে এই মাছ। সাধারণত নদীর জল ঘোলা হলেই এই মাছ পাওয়া যায়। 

মন্তব্যসমূহ