উত্তরবঙ্গের ভ্রমণের নতুন ঠিকানা

 উত্তরবঙ্গে ভ্রমণ পিপাসুদের নতুন ঠিকানা " টি লিফ রিসর্ট "  



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৫ মেঃ শিলিগুড়ির এন জেপী ষ্টেশন থেকে মাত্র কুড়ি মিনিটের রাস্তা।সুভাষ সরকারের টি লিফ রিসোর্ট।দশ বছর আগে তৈরী তার এই শান্তির কুটির এখন পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্রাম কেন্দ্র।সবুজে মোড়া এই " টি লিফ রিসর্ট "   ( Tea leaf resort )  এ গেলেই চারিদিক থেকে সবুজ পরিবেশ ঘিরে ফেলবে যে কোন পর্যটককেই।একেবারেই শান্ত পরিবেশে আপনার মনে হবে দুদিন আরো থেকে যাই।বয়ষ্ক এবং ছোটদের পক্ষে তো প্রচণ্ড আকর্ষনীয় জায়গা এই টি লিফ রিসোর্ট।কোন গাড়ির আওয়াজ পাবেন না,কোন চেচামেচি পাবেন না,কোন রকমের গন্ডোগোল তো প্রায় নেই বললেই চলে। থাকার খরচ একেবারেই সবার নাগালের মধ্যে।একসাথে চার পাচ পরিবারের জন্য অসাধারন বিশ্রামের জায়গা এটি।

এটিকে কেন্দ্র করে ডুয়ার্স ঘুরতে পারেন । প্রাকৃতিক সৌন্দর্য সবার মনকে নিয়ে যাবে এক অন্য জগতে।  

সুভাষ সরকার নিজে জানালেন এই রিসোর্ট আমার শরীরের একটা অংশ।তাই এই রিসোর্ট যদি ভালো থাকে আমিও ভালো থাকবো।করোনার কারনে অনেকদিন সমস্যা ছিল,তবে মানুষ আসছেন এখানে থাকছেন।এই রিসোর্টকে সবাই ভালবাসুক এটা দেখেই আমি আনন্দ পাব জানালেন সুভাষ সরকার।

কি ভাবে যোগাযোগ করবেন ঃ 

৯৪৩৪০১৬৫২৬ , ৭৯০৮৭৫৯৪০৬ 

মন্তব্যসমূহ