শিলিগুড়িতে বিদ্যুৎ তার যাবে মাটির তলা দিয়ে

 

শিলিগুড়িতে মাটির নিচ দিয়ে যাবে বিদ্যুৎবাহী তার 



কুশল দাশগুপ্ত , সিলিগুরিঃ   শিলিগুড়ি শহরে মাটির নিচ দিয়ে বিদ্যুৎবাহী তার পাতানো চালু করতে বিদ্যুৎ বিভাগ এবং পি এইচ ই-র উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করলেন মেয়র গৌতম দেব।আজ তিনি শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক সারেন। মেয়র ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন এম এম আই সি এবং পুরনিগমের আধিকারিকেরা। মেয়র জানান শিলিগুড়িতে মানুষ উন্নয়ন দেখবার জন্যই তৃণমূল কংগ্রেসকে ভোটে জয়ী করেছে।এখন আমাদের প্রধান লক্ষ শিলিগুড়িকে ভারতবর্ষের অন্যতম সেরা শহর তৈরী করা। এতে সময় লাগবে কিন্তুু কয়েক বছর পরে শিলিগুড়ি ভারতের মধ্যে একটি পূর্ন শহরের মর্যাদা পাবে।আর তা হলে আমাদের জয় হবে।

মন্তব্যসমূহ