পুলওয়ামা ঘটনার চার বছর , বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালো সারা দেশ
সজল দাশগুপ্ত , কলকাতা , ১৪ ফেব্রুয়ারিঃ আজ থেকে চার বছর আগে পুলওয়ামার ভয়ংকর স্মৃতি টাটকা হয়ে রয়েছে আজো। ভারতের জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়। মোট ৪০ জন সিআরপিএফ জওয়ান শহীদ হন। এরপর ভারত উপযুক্ত শিক্ষা দেয় পাকিস্তানকে, পাকিস্তানের প্রবেশ করে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলি ধ্বংস করে দেয়।২০১৯ ,১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামার জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর কনভয়। আচমকা একটি গাড়ি এসে ধাক্কা মারে কনভয়তে , গাড়ির মধ্যে ছিল প্রচুর বিস্ফোরক। এরপর ভয়াবহ বিস্ফোরনে ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন। গোটা বিশ্ব এই ঘটনার তীব্র নিন্দা জানায়, এরপর ভারত পাকিস্তানকে উচিত শিক্ষা দেয়। ২৬ শে ফেব্রুয়ারি ভারতীয় বিমান পাকিস্তানে প্রবেশ করে একের পর এক সন্ত্রাসবাদী ঘাঁটিগুলি ধ্বংস করে। পাকিস্তানের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করে ভারত। আজও এই বেদানাদায়ক ঘটনার স্মৃতি আমাদের হৃদয় অশ্রু দিয়ে ভিজিয়ে দেয়। সারা দেশে শ্রদ্ধা জানানো হয় শহিদ জওয়ানদের প্রতি। অঙ্গীকার করা হয় সন্ত্রাসবাদ দমনের ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন