গাঁজা উদ্ধার পুলিশের


লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার 



নিজও সংবাদদাতা , শিলিগুড়ি , ১৫ ফেব্রুয়ারিঃ   শিলিগুড়িতে উদ্বার গাজা।শিলিগুড়ির আশিঘরের ভানু মোড়ে পাওয়া গেল লক্ষাধিক টাকার গাজা। আজ সকালে শিলিগুড়ির আশিঘর ফাড়ির পুলিশ।আটক করা হয়েছে দুজনকে। দুজনেই বিহারের বাসিন্দা। তারা এর আগেও এই গাজা পাচারের সাথে যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। এদের নাম রাকেশ এবং রাজেশ।এদের জেরা করে দেখা হচ্ছে এদের সাথে কেউ জড়িত আছে কিনা। এদিকে গাজার সাথে উদ্বার করা হয়েছে বেশ কিছু দামী মোবাইল। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে গত 5বছর ধরেই তারা গাজা পাচার করছিল। এরা এর আগেও নেপাল এবং ভূটানে গাজা পাচার করে আসছিল।তারা টাকার লোভ দেখিয়ে বেশকিছু স্থানীয় বেকার যুবককেও হাত করে এই কাজে লাগিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।আজ তাদের দুজনকে আটক করে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।আদালত তাদের 14দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে। রাতেই তারা আশিঘরে এসে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল। খবর পেয়ে পুলিশ ওই বাড়িটিতে হানা দিয়ে তাদের দুজনকে আটক করে।

মন্তব্যসমূহ