পঞ্চানন বর্মার ১৫৭ তম জন্মজয়ন্তী

 

শ্রদ্ধায় পালিত পঞ্চানন বর্মার ১৫৭ তম জন্মজয়ন্তী



 কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১৪ ফেব্রুয়ারিঃ  শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে সমাজ সংস্কারক রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে তাঁর ১৫৭ তম জন্মজয়ন্তী উদযাপন করা হল আজকে শিলিগুড়ি পুরসভার তরফ থেকে।আজ সকালে তার মুর্তিতে মালা দেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং অন্যান্য এম এম আই সিরা।ডেপুটি মেয়র জানান আমরা ঠাকুর পঞ্চানন বর্মার কথা মতো যদি কাজ করে যেতে পারি তবে কিছুটা হলেও তার আদর্শ মাথায় রাখতে পারব। তিনি তার কাজের মাধ্যমে তার কথা প্রচার করেছিলেন সারা উত্তরবঙ্গ জুড়ে। আজকে আমরা তার কথা মনে করে তাকে শ্রদ্ধাঞ্জলি দিলাম এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এদিন উপস্থিত ছিলেন এম এম আই সি এবং ওয়ার্ড কাউন্সিলার মানিক দে এবং অন্যান্য কাউন্সিলারেরা।

মন্তব্যসমূহ