মহিলা আই পি এল নিলাম

 

মহিলা আই পি এল নিলাম শুরু , রিচা ও স্মৃতি পেলেন সর্বোচ্চ দাম 



 কুশল দাশগুপ্ত ও সজল দাশগুপ্ত , কলকাতা ও শিলিগুড়ি , ১৩ ফেব্রুয়ারিঃ   এবারে মহিলা আইপিএল অনুষ্ঠিত হবে, শুরু হয়েছে নিলাম পর্ব।এক কোটি নববই লক্ষ টাকা দিয়ে রিচা ঘোষকে কিনে নিল রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।আজ এই অসাধারন মুহুর্তের সাক্ষি থাকল শিলিগুড়ির মানুষ।আজ মহিলা আই পি এল এর বিডে রিচা ঘোষকে নেয় ব্যাঙ্গালোরের ওই দলটি।গতকাল পাকিস্তানের বিরুদ্ধে রিচার অসাধারন পারফমেনস হয়ত জায়গা করে দিল ব্যাঙ্গালোরের এই দলে।যদিও রিচার সাথে এখনো যোগাযোগ করে উঠতে পারা যায় নি।তবে এই খবর শোনবার পরে রিচার বাড়িতে অভিনন্দনের জোয়ার চলে আসেব অভিনন্দন জানান মেয়র গৌতম দেব, জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং প্রাক্তন মেয়র শ্রী অশোক ভট্টাচার্য্য।



 রিচার বাবা এই মুহূর্তে কলকাতা থাকায় ফোনে তিনি চোখের জল ধরে রাখতে পারেন নি।রিচার মা আনন্দে মিষ্টি খাওয়াতে এই বাড়ি ওই বাড়ি করছেন। এই খবর শোনার পরে শিলিগুড়ির ক্রিকেট মহল সোজা রিচা ঘোষের বাড়িতে চলে যায়। এবার হয়ত ঋদ্বিমান সাহার পরে রিচা ঘোষ।শিলিগুড়ি দেশকেআরেকজন ক্রিকেটারউপহার দিলভারতীয় মহিলা ক্রিকেট দলের নির্ভরযোগ্য খেলোয়াড় স্মৃতি মন্ধানাকে কিনে নিলো বেঙ্গালুরু। তিন কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে বেঙ্গালুরু তাকে কিনে নিলো। অপরদিকে হারমান প্রীত কৌরকে ১ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স কিনে নিয়েছে। হারমান প্রীতের বেস প্রাইস ছিল ৫০ লক্ষ্য টাকা। এবারে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের আইপিএল, সেই কারণে ক্রিকেটপ্রেমীদের ইতিমধ্যে উন্মাদনা তুঙ্গে। শুরু হয়েছে নিলাম পর্ব, মোট ৪০৯ জন মহিলা ক্রিকেটার নিলামে উঠবে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ