লক্ষাধিক টাকা চুরি
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়িঃ দোকানে রাখা এক লক্ষ টাকা চুরি নৌকাঘাটের দোকান মালিক তাপস দাসের।বাইক কেনার জন্য এক লক্ষ টাকা দোকানে রেখে চলে গিয়েছিলেন তিনি।রাতে এসে টাকা রেখে চলে গিয়েছিলেন।রবিবার সকালে এসে দেখেন তার টিন ভাঙা এবং আলমারি খোলা। সেখান থেকে সমস্ত টাকা উধাও তার।তিনি বাড়িতে এসে তার স্ত্রীকে জানাতেই স্ত্রী স্থানীয় তৃণমূল কাউন্সিলারকে জানান।তারপরে জানানো হয় পুলিশকে। তাপস দাস জানান বেশ কয়েকদিন ধরেই তার বাইক কিনবার কথা ছিল কিন্তুু কিনবো কিনবো করে কেনাই হচ্ছিল না।তাই রাতে দোকানে টাকা রেখে পরদিন তিনি সেখান থেকে টাকা নিয়ে বাইক কেনবার পরিকল্পনা করছিলেন। কিন্তুু আজ সকালে তিনি এসে দেখেন দোকান এবং আলমারী দুটোই ভাঙা। নেই প্রচুর দোকানের প্রয়োজনীয় জিনিসনত্রও।তাপসবাবু জানান তার ঘনিষ্ঠ কেউই হিংসার বসে এই ঘটনা ঘটিয়েছে।তার অনুমান তারই পরিচিতর কাজ এটি। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও কাউকে এখনো পাওয়া যায় নি দোষী সাব্যসত করে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন