শিলিগুড়িতে দুটি পৃথক ঘটনায় আটক ২
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি,১৬ ফেব্রুয়ারিঃ ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার পলাতক ঘাতক ট্রাক চালক।বুধবার রাতে এনজেপির রাজাহোলি থেকে ট্রাক চালক অশোক মাহাতোকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত, গত শনিবার শিলিগুড়ির অম্বিকানগর বাজার সংলগ্ন মাইকেল মধুসূদন কলোনি এলাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর।ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।উত্তেজিত জনতা ট্রাকে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়।খবর পেয়ে এনজেপি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের উপর পালটা হামলা করে কয়েকজন।পুলিশ কর্মীদের লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।এক এএসআইয়ের মাথা ফেটে যায়।অন্যদিকে সেখান থেকে পালিয়ে যায় ঘাতক ট্রাক চালক অশোক মাহাতো।তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।এরপর বুধবার রাতে রাজাহোলি থেকে তাকে গ্রেফতার করে হয়।ধৃতকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
অপরদিকে মে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।খুনের পেছনে আর্থিক লেনদেনের কারণ রয়েছে বলে পুলিশি জেরায় জানিয়েছে ধৃত।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে এনজেপির শহীদ কলোনি এলাকা থেকে উদ্ধার হয় পেশায় টোটো চালক টিঙ্কু সরকারের রক্তাক্ত মৃতদেহ।মৃতের স্ত্রী জানান, মঙ্গলবার রাতে বাড়িতেই ছিল টিঙ্কু৷ রাত ৯ টা নাগাদ তার মোবাইলে ফোন আসে৷ ফোনে কেউ তাকে ডাকে৷ এর কিছুক্ষণ পরেই বাড়ি থেকে ১০০ মিটার দূরে রক্তাক্ত দেহ উদ্ধার হয়৷সেদিন রাতেই এনজেপি থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করে৷মৃতের মোবাইলের কল লিস্ট ও এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্তে নামে পুলিশ।এরপরই গ্রেফতার করা হয় পিন্টু মহন্তকে।
জানা গিয়েছে, তদন্তের স্বার্থে ধৃতকে জলপাইগুড়ি আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানাবে পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন