একেবারে অরণ্যের পরিবেশ পাহাড়ী ক্যাম্প, "দ্য রয়াল হেরিটেজ" ক্যাম্প

সাঁওতালি নাচ আর বাঘের ডাক ,  অরণ্যের পরিবেশ "দ্য রয়াল হেরিটেজ" ক্যাম্পে



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৭ ফেব্রুয়ারিঃ   মাদারীহাটের দ্য রয়াল হেরিটেজ ক্যাম্প। এনজেপী থেকে মাত্র তিন ঘন্টার রাস্তা। বর্তমানে উত্তরবঙ্গের যে যে জায়গাগুলিতে থাকবার জায়গা আছে এই রয়াল হেরিটেজ ক্যাম্প তাদের মধ্যে অন্যতম। এইখানে আপনি পাবেন আপনার মনের মতন সবকিছু। সন্ধ্যাবেলায় সাঁওতালি নাচ-গানের আসরেও সময় কাটানোর দারুন সুযোগ।

‘দ্য রয়াল হেরিটেজ’ এর রুপকার পঙ্কজ দত্ত। বর্তমানে শিলিগুড়ির বাসিন্দা। পেশায় ব্যবসায়ী পঙ্কজবাবুর চিন্তা ছিল একেবারেই অন্যরকম। তাই তার সাধের “দ্য রয়াল হেরিটেজ “এখন ঝলমল করছে উত্তরবঙ্গ জুড়ে। ভিসতা ডোম ট্রেনে মাদারীহাটে পৌছানো যাবে সহজেই। সেখানে গেলে দেখা যাবে সাঁওতালি নৃত্য। এমনকি, বাঘের দেখাও পাওয়া যেতে পারে। পাশাপাশি, খাওয়া-দাওয়া তো আছেই একেবারেই অন্য ধরনের পরিবেশ এখানে।পাহাড়ে তো যাবেনই এটা সবাই জানে, কিন্তুু এন জেপী থেকে তিন ঘন্টা দুরে মাদারীহাটের দ্য রয়াল হেরিটেজ ক্যাম্পে একবার আসুন। আবার আসতে ইচ্ছা করবে আপনার। জানালেন পঙ্কজ দত্ত।মাদারীহাটের এই জায়গাতে আসলে আপনি একেবারেই আলাদা পরিবেশ পেয়ে যাবেন। বিশেষ করে সন্ধ্যায় এক আলাদা ধরনের আবহাওয়া এখানে পেয়ে যাবেন।  একেবারে অন্য পাহাড়ী আমেজ ।  মাদারীহাটের 'দ্য রয়াল হেরিটেজ ক্যাম্প ' সত্যি সত্যি অন্য ধরনের পরিচিতি বহন করছে উত্তরবঙ্গের পর্যটন দপ্তরের ইতিহাসে। আর সেই কারণেই বেড়াতে যাবার নতুন স্পট হিসেবে মাদারিহাটের এই জায়গাটাকে বাছতেই পারেন । 

মন্তব্যসমূহ