ঝাড়্গ্রামের সারবিক উন্নয়নে নির্বাচনে প্রার্থী হতে চান পুরুলিয়ার শিক্ষিকা

 শিক্ষিকা মিনতির ইচ্ছা ভোটে  দাঁড়াবার 



বিশেষ সংবাদদাতা , পুরুলিয়া , ১ মার্চ : ভোটার দামামা বেজে গেছে।  লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই ঝাড়গ্রামের সার্বিক উন্নয়নে আদিবাসী ভূমিজ পরিবারের শিক্ষিকা , ঝাড়গ্রামের গৃহবধূ মিনতী সিং বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করলেন। মিনতী সিং পেশায় পুরুলিয়া জেলার একটি সরকারি স্কুলের শিক্ষিকা।  রাজনৈতিক পরিকায় ,  ঝাড়গ্রাম জেলায় বিজেপিতে সক্রিয়ভাবে রাজনীতি করা । মিনতীর স্বামী পেশায়  চিকিৎসক ,  নেতাজী সিং। স্বামী-স্ত্রী দুজনেই  চান  ঝাড়গ্রামের সার্বিক উন্নয়ন।  

শুক্রবার পুরুলিয়া থেকে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে শিক্ষিকা মিনতী সিং জানান, 'দীর্ঘদিন ধরে দেখে এসেছি আমার জেলার আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের মানুষজনেরা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তাই তাদের সার্বিক উন্নয়নে আমি চাই এবারের লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াতে। বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বর কাছে ইতিমধ্যেই আমি ইচ্ছে প্রকাশ করেছি ভোটে দাঁড়ানোর। আশা করছি তারা আমাকে এবারের নির্বাচনে ঝাড়গ্রামের সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ দেবেন। আমার আশা আমাকে দল যোগ্য মনে করলে ঝাড়গ্রামের মানুষের ভালোবাসায় আমি ঝাড়গ্রাম কেন্দ্রে বিজেপিকে ক্ষমতায় আনবো ঝাড়গ্রামের উন্নয়নে প্রতিনিয়ত ঝাড়গ্রামবাসীর পাশে দাঁড়াবো।

তার ইচ্ছা থাকলেও , সবটাই নির্ভর করছে বিজেপির সর্ব ভারতীয়  নেতৃত্বের ওপর।  স্থানীয় বিজেপির নেতৃত্ব অবশ্য এব্যাপারে কোন মন্তব্য করে নি। 

মন্তব্যসমূহ