নিজের দলেই ফিরলাম - বিকাশ সরকার
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি ,১৬ মার্চঃ নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে । কেউ দল ছেড়ে অন্য দলে । আবার কেউ ফিরছেন নিজের দলে । মান,অভিমান ভুলে । উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম ঘটনা । তৃণমূল কংগ্রেসে ফিরলেন বিকাশ সরকার জানালেন নিজের দলেই ফিরলাম। আমি মন থেকে তৃণমূলেই ছিলাম।তাই কাজ করতে কোন অসুবিধা হবে না। আমার সবকিছু দিয়ে দেবো দলকে জেতানোর জন্য। বিকাশ সরকারের সাথে তার আরো পঞ্চাশ জন কর্মী জেলা সভাপতির হাত থেকে পতাকা তুলে নিলেন। জেলা সভাপতি জানালেন , আমাদের দরকার কর্মী। কেউ যদি অভিমান করে আবার দলে ফিরে আসতে চায় আমাদের তরফ থেকে কোন বাধা নেই তার জন্য। এখন সামনেই ভোট তাই সবকিছু ভুলে আমাদের সবাইকে দলের জন্য পরিশ্রম করতে হবে। এদিন পতাকা হাতে নিয়ে বিকাশ সরকার জানালেন আমি দলনেত্রীর নির্দেশ মেনেই কাজ করব। আপাতত সবকিছু ভুলে ময়দানে নেমে পড়ছি জানালেন তিনি। প্রসঙ্গতঃ বিকাশ সরকার নির্দল হিসেবে রাজনীতির ময়দানে ছিলেন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন