ভোট প্রচারে রচনা এলেন গুপ্তিপাড়ায়

 গুপ্তিপাড়ায় রচনা 



বিশেষ সংবাদদাতা , গুপ্তিপাড়া , ২১ মার্চ:   বৃহস্পতিবার ভোট প্রচারে গুপ্তিপাড়ায় পৌঁছলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এ দিন সকাল সওয়া এগারোটা নাগাদ বলাগড় বিধানসভার গুপ্তিপাড়া রথেরসড়কে পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন বিধায়ক অসীমা পাত্র। রথের সড়ক থেকে পায়ে হেঁটে প্রায় দেড় কিমি রাস্তা হেঁটে যেতে যথেষ্ট বেগ পেতে হয় এই অভিনেত্রী প্রার্থীকে। দেশকালী মন্দির এবং বৃন্দাবনচন্দ্র জিউ মন্দিরে পুজো দেন প্রার্থী। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সহ ব্লকের তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন। হাজার হাজার মানুষ রচনাকে দেখতে ভিড় জমান।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা আমাদের দিদি যথেষ্ট বাংলার জন্য চেষ্টা করছে কেন্দ্র সরকার যদি বাংলা দিকে না তাকায়,তাহলে একা দিদি কত করবে। বিজেপি প্রার্থী কে নিয়ে তিনি বলেন পাঁচ বছরে উনাকে দেখা যায়নি এখন ভোট প্রচারে বেরিয়েছে। আমি আজ বলাগড়ে এসেছি বলে উনি এসেছেন। হুগলির মানুষ যদি আমাকে দিল্লিতে সাংসদ করে পাঠায় তাহলে আমার প্রথম পদক্ষেপ হবে বলাগড়ের ভাঙ্গন নিয়ে তুলে ধরা। বলাগড়ের কুটির শিল্প নিয়ে আগামী দিনে ভাবনা চিন্তা করব, বাংলার দিদি রাজ্যের মহিলাদের কর্মসংস্থানের জন্য কুটির শিল্প গুলিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার পরিষেবা নিয়ে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলেন বিগত পাঁচ বছর ধরে কিছুই তো হয়নি। তাই এবার আমি এসেছি সবকিছু হবে। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে হেসে বলেন এতদিন তাহলে হুগলির লোক অন্ধকারই ছিল। গরিব মানুষদের ১০০ দিনের কাজের টাকা উনিই তো বন্ধ করে দিয়েছেন।

মন্তব্যসমূহ