মানিকচকে শুরু হল মানিকচকের দুর্গামন্দিরের সংকীর্তন
বিশেষ সংবাদদাতা , মানিকচক , ১৮ মার্চঃ মালদা,মানিকচক প্রতিবছরের মতো এই বছরও মালদার মানিকচকের দুর্গা মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে ৪০ প্রহর সংকীর্তন অনুষ্ঠান। সারা বছর ধরে ভক্তিপ্রাণ মানুষেরা অপেক্ষা করে থাকেন এই কীর্তন অনুষ্ঠানের জন্য। অন্যদিকে সারা রাজ্যের কীর্তনীয়ারাও চান এখানে তাঁদের ভক্তির অঞ্জলী নিয়ে হাজির হতে ।
( আমাদের পাতাকে ' behalar din pratidin.com ' কে ফলো করুন , আর পান , আপনার মনের মত সব খবর )
সারা রাজ্যের প্রথিতযশা শিল্পীরা অংশ নেন কীর্তনে । এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বসে চাঁদের হাট। সব মিলিয়ে আনন্দে মেতে উঠেন আট থেকে আঁশি সকলেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন