আজই বিজেপি'র বাকি প্রার্থী ঘোষণা হাতে পারে - সুকান্ত মজুমদার
কুশল দাশগুপ্ত , বাগডোগরা , ২৪ মার্চ:আজকেই ঘোষনা করা হবে আগামী নির্বাচনে বিজেপী প্রার্থীর। আজকে শিলিগুড়িতে নেমে ঠিক এই কথাই জানালেন বিজেপীর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আজ বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের জানান, নিশ্চিত থাকুন আজকেই পাবেন বিজেপীর প্রার্থী তালিকা। আমাদের মধ্যে কোন ধরনের অশান্তি নেই বলে জানালেন বিজেপী জেলা সভাপতি। তিনি আরো জানালেন লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই আমাদের দলের প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে, আমরা প্রমান করে দেব তারা ঠিক কতটা যোগ্য। এই নির্বাচনে বাকি তিনটে দলের চাইতে আমাদের প্রার্থী নির্বাচন আপনারা দেখতে পারবেন প্রার্থী তালিকা দেখে। এই তালিকা আমাদের অনেক চিন্তা করেই তৈরী করা হয়েছে বলে জানালেন বিজেপীর জেলা সভাপতি। তিনি আরো জানালেন আমরা সবদিক থেকেই তৈরী এই লোকসভা নির্বাচনের জন্য। এখন আপনারা শুধুমাত্র একটু অপেক্ষা করুন বাকিটা সময় বলে দেবে বলে জানালেন বিজেপী রাজ্য সভাপতি।
এদিকে বিজেপি'র একটি সূত্র জানাচ্ছে যে আজ এক হয় প্রোফাইল বৈঠক হয়েছে দিল্লিতে। সেখানে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাকি আসনের জন্য প্রার্থী বাছাই চুড়ান্ত হয়েছে। সেই প্রার্থী অনেক ভাবনা ,চিন্তা করেই করা হয়েছে। আজ রাতেই হয়ত ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গের বাকি প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা দেখা দিয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন