অধীর গড়ে সিক্সারের ঝড় তুললো তৃণমূলের ইউসুফ পাঠান
নিজস্ব সংবাদদাতা , মুর্শিদাবাদ , ২১ মার্চঃ:বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে তৃণমূলের মঞ্চে প্রথমবার পা রাখলেন বহরমপুর লোকসভা কেন্দ্রে তারকা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। তিনি মঞ্চে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্বের সঙ্গে পরিচিত হন।
মঞ্চে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার , চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী, বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি, বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী আবু তাহের খান, জেলা পরিষদের সভাধিপতি রুবিনা সুলতানা , অশোক দাস , হুমায়ুন কবির সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
ইউসুফ পাঠান জনগণের উদ্দেশ্যে হাত উঠিয়ে বলেন , " খেলা হবে।" ইউসুফ পাঠান কে সৌরভ গঙ্গোপাধ্যায় যে ইতি মধ্যেই বহরমপুরে অধীর চৌধুরীকে দুর্ধর্ষ অজি বলার ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন এ বিষয়ে ইউসুফ পাঠান বলেন মাঠে খেলতে নেমে উইকেট ভালো থাকলে এবং বিপক্ষে ভালো বোলার না থাকলে একজন ব্যাটসম্যান ভালো খেলতে পারেনা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন